• কন্টেনারে বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার উত্তরপ্রদেশের দুই
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দশ চাকার কন্টেনারে বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা। রুখে দিল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে পুলিস। তল্লাশি চালিয়ে ওই ট্রাক থেকে ৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করে। সেইসঙ্গে ওই ট্রাকে থাকা উত্তরপ্রদেশের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ অসীম ও মহম্মদ সাদ্দাম। তাদের বাড়ি মোরাদাবাদে।

    পুলিসের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে, অসমের বঙ্গাইগাঁও থেকে ট্রাকে ওই বিদেশি সিগারেটের কার্টন লোড করা হয়েছিল। সেগুলি উত্তরাখণ্ডে নিয়ে যাওয়ার কথা ছিল।  

    জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, উত্তরপ্রদেশের নম্বরের ট্রাকে করে ওই বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হচ্ছিল। ট্রাকটি আটক করা হয়েছে। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

    পুলিস সূত্রে খবর, কন্টেনারে বিশেষ কুঠুরি তৈরি করা হয়েছে। সেই কুঠুরির মধ্যে লুকোনো ছিল সিগারেটের কার্টনগুলি। কন্টেনারের দরজা খুললেও যাতে ওই কুঠুরি বোঝা না যায়, সেজন্য বাঁশ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)