মাদক পাচারের দায়ে দু’জনকে ১২ বছরের সাজা কৃষ্ণনগর আদালতের
বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মাদক পাচারের দায়ে শুক্রবার দু’জনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কৃষ্ণনগর আদালত। সেই সঙ্গে দু’জনকে এক লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের নাম নিশিকান্ত হাওলাদার ও সৌমেন মণ্ডল। দু’জনেরই বাড়ি হোগোলবেরিয়া থানা এলাকায়। এনডিপিএস কোর্টে বিচারক সোমনাথ চক্রবর্তী এই রায় দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কের উপর একটি পিকআপ ভ্যান থেকে ৮০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। গাড়ির নীচের দিকে গোপন ক্যাবিনেট বানিয়ে সেই গাঁজা পাচার করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল কৃষ্ণনগর সহ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় সেই মাদক পাচার করা। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেপ্তার করে। তারপর থেকে তারা জেলেই ছিল। এদিন তাদের সাজা ঘোষণা হয়।
সরকারি আইনজীবী সুবেদী সান্যাল বলেন, ওই পিকভ্যানটি নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল, কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় তা পাচার করা। আর বাকিটা বাংলাদেশে পাচার করে দেওয়া। সৌমেন মণ্ডল বিশেষভাবে সেই গাড়িটি তৈরি করেছিল। যেখানে তারা মাদক লুকিয়ে রেখেছিল। ঘটনার দিন যে দু’জন পাচারকারী গ্রেপ্তার হয়েছিল তারা আজ অব্দি জামিন পায়নি। বিচার শেষে তাদের দোষী পাওয়া যায়। এদিন বিচারক সাজা ঘোষণা করেন।