• বিষ্ণুপুরের লালগড় প্রকৃতি উদ্যান খুলতে ফের টেন্ডার
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিষ্ণুপুরের লালগড় প্রকৃতি উদ্যান রক্ষণাবেক্ষণকারী সংস্থার লিজ বাতিল হল। শুক্রবার বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতি বৈঠক করে নতুন টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়া হবে। তারপরই উদ্যানটি খোলা হবে। দীর্ঘ সাতমাস পর বিষ্ণুপুরের অন্যতম জনপ্রিয় প্রকৃতি উদ্যান ফের খোলার উদ্যোগে খুশির হাওয়া ছড়িয়েছে।

    পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দোলগোবিন্দ পরামানিক বলেন, অসামাজিক কাজকর্মের অভিযোগ পেয়ে লালগড় প্রকৃতি উদ্যানের আগের লিজ বাতিল করা হয়েছে। পঞ্চায়েত সমিতির তরফে পাঁচ লক্ষ টাকায় ওই উদ্যানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নতুন বেড়া দেওয়া হয়েছে। ফের প্রকৃতি উদ্যানটি চালু করার বিষয়ে এদিন বৈঠক হয়। সেখানে নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওই উদ্যান সাধারণের জন্য খুলে দেওয়া হবে।

    বিষ্ণুপুরের লালগড়ে পঞ্চায়েত সমিতির অধীনে প্রকৃতি উদ্যান রয়েছে। ওয়াচ টাওয়ার, ফুলবাগান, পরিখা সহ এই উদ্যানের টানে আগে সারাবছরই পর্যটকরা ভিড় জমাতেন। মাথাপিছু ১০টাকার টিকিট ছিল। বিশেষত শীতের মরশুমে প্রচুর পর্যটক সমাগম হতো। পাঁচমাস আগে ওই উদ্যানে অসামাজিক কাজকর্মের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিস কয়েকজনকে আটক করেছিল। শুধু তাই নয়, উদ্যানের কিছু অংশে বেড়া নষ্ট হয়ে যাওয়ায় কিছু অসাধু ব্যক্তি ঝোপের আড়াল থেকে যুগলদের ভিডিও করে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। সেজন্য সাময়িকভাবে উদ্যানটি বন্ধ করে দেওয়া হয়। উদ্যান পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় ঠিকা সংস্থার লিজ বাতিল করা হয়েছে। উদ্যানের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসিয়েছে পঞ্চায়েত সমিতি। সম্প্রতি উদ্যানটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বৈঠকে নতুন করে টেন্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)