• নদীর জলে লুকিয়ে রাখা চোলাই, ডুবুরি নামিয়ে ৪০ লাখ টাকার মদ উদ্ধার
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • চোলাই মদের কারবার হাতেনাতে ধরল পুলিশ। হাওড়া গ্রামীণ এলাকায় চোলাই চক্রের পর্দা ফাঁস। অভিনব কায়দায় লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও আবগারি দপ্তর একযোগে উলুবেড়িয়ার মজাই ও হীরাপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল ২০ হাজার লিটার চোলাই মদ। ওই মদ সম্পূর্ণ রূপে নষ্ট করা হয়েছে বলে খবর।

    আবগারি দপ্তর সূত্রে খবর, নষ্ট হওয়া ২০ হাজার লিটার চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মজাই ও হীরাপুর এলাকায় চোলাই মদের রমরমা কারবারের খবর পুলিশের কাছে আসছিল। সেইমত শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, আবগারি দপ্তর এবং সিভিল ডিফেন্স একযোগে ওই এলাকায় হানা দেয়।

    এদিনের এই অভিযানে আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি লঞ্চের মাধ্যমে নদীতেও নজরদারি চালানো হয়। জেলা পুলিশ সূত্রে খবর, এই অভিযানে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা চোলাই মদ উদ্ধারের পাশাপাশি নদী থেকেও উদ্ধার হয় চোলাই। নদীর জলে ওজন বেঁধে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ চোলাই মদ। ডুবুরি নামিয়ে সমস্ত মদের বোতল উদ্ধার করা হয়।

    এদিনের অভিযানে একাধিক চোলাই মদ তৈরির কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। চোলাই মদের অবৈধ ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যেই ছিল এদিনের অভিযান।

  • Link to this news (এই সময়)