• Breaking News Live: নদিয়ার বাড়িতে ঝন্টু শেখের দেহ
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • নদিয়ার বাড়িতে এসে পৌঁছল শহিদ সেনা জওয়ান ঝন্টু শেখের দেহ। তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসী।

    শহিদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখের দেহ আনা হচ্ছে নদিয়ার বাড়িতে। গান স্যালুটে জানানো হবে শেষ বিদায়। পহেলগামে সন্ত্রাসী হামলার পর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয় নিহত হন ঝন্টু। তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতেই দেহ পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। এবার তেহট্টের বাড়িতে।  

    শনিবার মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জের মতো হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। শুভেন্দুর মুর্শিদাবাদ সফর নিয়ে বেশ কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট।  

    পুলিশের উপর ভরসা নেই মুর্শিদাবাদের স্থানীয় মানুষের। এমনই রিপোর্ট দিল জাতীয় মহিলা কমিশন। রীতিমতো তুলোধনা করা হয়েছে রাজ্য সরকারকে। বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।   

    দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া বদল শুরু হতে পারে কাল থেকে।  

    সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে উত্তেজনা আমডাঙায়। জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত। ভাঙচুর হয়েছে পুলিশের গাড়িতেও।   

  • Link to this news (এই সময়)