অয়ন ঘোষাল: ৩ দিন মারাত্মক কষ্টের পর আজ থেকে একটু একটু করে ফের হাওয়াবদল রাজ্যে। কাল থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন।
দক্ষিণবঙ্গ
আজও দুপুরে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলা এবং উত্তরবঙ্গের এক জেলাতে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। জেলাগুলো হল বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস।
হাওয়াবদল
কাল থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা। রবিবার থেকে সোমবার এর মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুত্সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত ও শিলাবৃষ্টির মত পরিস্থিতির পূর্বাভাস। বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ২৪ পরগনা জেলাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বাকি জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।দার্জিলিং,আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহারে। আজ শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। দার্জিলিং সহ বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
কলকাতা
আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। গত ৩ দিনের মতোই অসহনীয় পরিস্থিতি আজ দুপুরেও। চড়া পারদ এবং একনাগাড়ে ঘামের মধ্যে দিয়েই আজকের দিন কাটাতে হবে কলকাতাবাসী কে। হওয়া বদল শুরু হতে পারে কাল থেকে।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেশি। আজ রাতে তা আরো কিছুটা বাড়তে চলেছে। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি। আজ দুপুরে তাপমাত্রা ৩৬ এর ঘরে পৌঁছাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৫ থেকে ৮৯ শতাংশ।