• ‘সুস্থ আছেন পাকিস্তানে বন্দি জওয়ান’, রিষড়ার ছেলেকে নিয়ে বিএসএফের ডিজি’র সঙ্গে কথা কল্যাণের
    প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৫
  • সুমন করাতি, হুগলি: পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণহানি। তারই মাঝে উধমপুরে জঙ্গির গুলিতে বাংলার বীর সন্তান সেনা জওয়ান শহিদ। আবার এই আবহে পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান। তিনিও বঙ্গসন্তান। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বিএসএফের ডিজি’র সঙ্গে রিষড়ার ভূমিপুত্রকে নিয়ে ফোনে কথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সেকথা জানান শ্রীরামপুরের সাংসদ।

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথার পর তিনি জানান, “পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে নিয়ে সদ্যই বিএসএফের ডিজি’র সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন ভারতীয় প্রশাসনিক মহল থেকে তাঁকে দেশে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান হয়তো কিছুটা সময় নিচ্ছে। কিন্তু ভারতের বিএসএফ জওয়ান ঠিকই ফিরবেন দেশে। তিনি আশ্বাস দিয়েছেন, ভালো আছেন পূর্ণম। তাঁর শারীরিকভাবেও সুস্থ।”
  • Link to this news (প্রতিদিন)