দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে গান লিখলেন মমতা, গায়ক কে?
প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায়। অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন। আর তা উপলক্ষে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় সেই মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। ওই মিউজিক ভিডিও নেটদুনিয়ায় লাইক, শেয়ারের বন্যা।
‘নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।’ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই গানে সুর দিয়েছেন। গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুক্রবার তাঁর ‘এক্স হ্যান্ডেল’ ও ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী নিজেই গানটির ভিডিও প্রকাশ করেছেন। সেটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।
শুধু মুখ্যমন্ত্রীই নন, জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের আইটি সেলও একটি গান তৈরি করেছে। আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যর ভাবনায় সেই গানের কথা লিখেছেন অভিযান ভট্টাচার্য। ‘জগন্নাথের নাম নিয়ে চল দীঘা ধাম’ গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। গানটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে দলের আইটি সেল।
দিঘার জগন্নাথ মন্দিরে সমস্ত আচার পালিত হচ্ছে পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতির তত্বাবধানে। গত বুধবার থেকে দিঘায় শুরু হয়েছে ধর্মীয় কর্মকাণ্ড। ওইদিন বাস্তুপুজো দিয়ে শুরু হয় আচার পালন। বৃহস্পতিবার থেকে যজ্ঞ চলছে। ওইদিন কলস পুজোও হয়েছে। তাতে শামিল হন এলাকার বহু মহিলা। শুক্রবার হয়ে গেল সিংহাসন পুজো। এরপর কয়েকদিন চলবে নানা আচার অনুষ্ঠান।
এদিকে, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বহু পুণ্যার্থী ভিড় জমাবেন। তাই তাঁদের যাতায়াতের সুবিধায় রেলকে বিশেষ ট্রেন দিতে আবেদন করেছিল রাজ্য। ভিড় এড়াতে দক্ষিণ পূর্ব রেল দু’টি লোকাল ট্রেন চালাচ্ছে দিঘা পর্যন্ত। আগামী ৪ মে পর্যন্ত চলবে ট্রেন দু’টি। যার একটি হাওড়া-দিঘা এবং অন্যটি পাঁশকুড়া-দিঘার মধ্যে চলবে। এছাড়া হাওড়া থেকে দিঘার অন্য যে দু’টি ট্রেন কাণ্ডারি ও তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে তা যথারীতি চলবে। রেল সূত্রে খবর, ট্রেন দু’টি ইএমইউ হওয়ায় তা সব স্টেশনেই থামবে। প্রতিটি স্টেশন থেকেই যাত্রীরা চড়তে পারবেন। এমনকী দিঘা ছাড়া অন্য স্টেশনেও নামতে পারবেন তাঁরা। ভাড়া সাধারণ লোকাল ট্রেনের মতোই। আসন সংরক্ষণেরও প্রয়োজন হবে না বলেই রেলের তরফে জানানো হয়েছে।