মে মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট-এ রিভিউ করবে রাজ্য সরকার। এসএসসি ২০১৬ প্যানেলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী উভয় সেকশনের জন্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে। শনিবার শিক্ষাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সুপ্রিম কোর্ট যেহেতু শিক্ষাকর্মীদের স্কুলে ফেরত যাওয়ার নির্দেশ দেয়নি, সেই কারণে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিংম-এর মাধ্যমে ‘এক্সগ্রাসিয়া' দেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষাকর্মীদের উদ্দেশে মমতা এ দিন বলেন, ‘যতক্ষণ না আইনত কোনও ব্যবস্থা হচ্ছে, গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের কোনও সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার, গ্ৰুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে। আমরা কোনও ভাগাভাগি করছি না। কারণ, আমরা কোর্টের রায় কাজ করব।’
সুপ্রিম কোর্ট এসএসসি পুরো প্যানেল বাতিল করার কারণে শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হচ্ছে এপ্রিল মাস থেকেই। এ দিন মমতা জানান, এর মধ্যে আমি শিক্ষা দপ্তরকে জড়াচ্ছি না। তবে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন হচ্ছে। মমতা বলেন, ‘শিক্ষক, শিক্ষাকর্মী সবার জন্যেই রিভিউ পিটিশন। আইনের ব্যবস্থা তৈরি করছি। সেই জন্যে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে ভুল করতে চাই না। চাকরি ব্রেক হয়ে গেলে সমস্যা হয়। আমাদের রিভিউ করতে করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা হচ্ছে।’