• তিন দিন পরেও পূর্ণমের খবর নেই, পাঠানকোট যাচ্ছে অসহায় পরিবার
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড ছিলেন পূর্ণম কুমার সাউ। দেশের সীমানা পেরিয়ে যাওয়ার কারণে বুধবার তাঁকে আটক করে পাকিস্তানি সেনা। পূর্ণমের চোখে কাপড় বাঁধা একটি ছবিও প্রকাশ করা হয়েছিল পাকিস্তানের তরফে। ব্যাস, ওইটুকুই! এর পর থেকেও তাঁর সম্বন্ধে কোনও তথ্য প্রকাশ করছে না পাকিস্তান। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও পূর্ণমের কোনও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার। উপায় না দেখে রবিবার পাঠানকোটের উদ্দেশে রওনা দিচ্ছেন সকলে।

    পূর্ণমের স্ত্রী রজনী সাউ জানান, একটা লোক কী অবস্থায় আছে? খাওয়া-দাওয়া করছে কি না, ওঁর উপর কোনও অত্যাচার হচ্ছে কি না, কিছুই জানা যাচ্ছে না। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রতিনিয়ত ফ্ল্যাগ মিটিং করে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

    কিন্তু মন সায় দিচ্ছে না পূর্ণমের পরিবারের কারোরই। শুক্রবার রাতে পাঠানকোটে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন রজনী। পাঠানকোটে যাওয়ার ব্যাপারে আর্জি জানিয়েছিলেন। সে ব্যাপারে সম্মতি জানানো হয়েছে সেনার তরফে। রজনী বলেন, ‘ওখানে গিয়ে কোনও লাভ হবে কি না জানি না। তাও সামনে থেকে বিষয়টি বুঝতে পারব। ওখানে যদি কিছু না হয়, দিল্লিতে যাব। প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন করব ওঁকে ফিরিয়ে আনার জন্য।’

    রজনী দেবী বর্তমানে অন্তঃসত্ত্বা। তবে নিজের শরীরের কথা ভাবার সময় নেই। রজনীর কথায়, ‘আগে তো আমার স্বামীকে ফিরিয়ে আনি। তার পর নিজের কথা ভাববো।’ পূর্ণম কুমারের মা দেবন্তি দেবী বলেন, ‘ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক এটাই চাই। ছেলের কথা জানতে পারছি না। ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। অনেকটা সময় হয়ে গেল।’

    বুধবার পাক সীমান্ত পার করে ভুল করে ঢুকে পড়েছিল পূর্ণম। ডিউটির মাঝে ক্লান্তির জন্য একটি গাছের নিচে বিশ্রাম নিতে যায়। স্থানীয় বাসিন্দারাই জায়গাটি দেখিয়ে দেয়। কিন্তু ততক্ষণে বর্ডার পার করে ফেলছিলেন তিনি। ইন্ডিয়ান আর্মিকে আটক করে নেয় পাক সেনা। এর পর কয়েক দফায় ফ্ল্যাগ মিটিং করার উদ্যোগ নেয় ভারতীয় সেনাবাহিনী। ভ্রূক্ষেপ করছে না পাকিস্তান।

  • Link to this news (এই সময়)