• ভরদুপুরে ধাপায় নামল রাত, বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলছে টায়ারের গুদাম
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • ধাপায় প্লাস্টিক কারখানা ও টায়ারের গোডাউনে ভয়াবহ আগুন। শনিবার বেলা ১২টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে এখনও পর্যন্ত দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে বলে খবর। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর রূপ নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

    এলাকার লোকজনের দাবি, গোডাউনের সামনে একটি ট্রান্সফর্মার রয়েছে। তা থেকে আগুন লেগেছে। গোডাউনের চার দিকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় একাধিক কারখানায় তা ছড়ায় বলেও এলাকার বাসিন্দাদের দাবি। এমনকী, গুদামের সামনে থাকা একটি লরিও পুড়ে খাক হয়ে গিয়েছে।

    ধোঁয়ার কারণে এমন পরিস্থিতি হয় যে, দমকল কর্মীরা ভিতরে ঢুকতে প্রথমে সমস্যায় পড়েন। ঘটনাস্থলে দমকলের কর্মীরা যেমন কাজ করছেন, একই ভাবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগিয়েছেন।

    সংবাদমাধ্যমে দমকল মন্ত্রী সুজিত বসু জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে। সিনিয়র দুই অফিসার রয়েছেন ঘটনাস্থলে। দমকল মন্ত্রী জানান, তাঁদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনবেনই। কিন্তু যাঁরা এই ধরনের জিনিস মজুত রাখছেন, তাঁদেরও সতর্ক থাকা উচিত।

  • Link to this news (এই সময়)