আজকাল ওয়েবডেস্ক: গত এক সপ্তাহ ধরে জ্বলছে বাংলা। তবে স্বস্তির কথা শুনিয়েছে হাওয়া অফিস। যদিও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। তবে বিকেলের দিকে পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় শনিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও। শনি ও রবিবার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
তবে সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। বইবে ঝোড়ো হাওয়া। দু’এক জায়গায় কালবৈশাখীও হতে পারে। শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার কলকাতায় গরমের অস্বস্তি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার দুপুর পর্যন্ত শহরজুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে রবিবার বিকেলের পর থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় শনিবার রয়েছে কলকাতা নাইট রাইডার্সের খেলা। তবে আজকের খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, শনিবার উত্তরবঙ্গের মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। দুই দিনাজপুরের কিছু অংশে গরম বাড়বে। তবে দার্জিলিং–সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। শনিবার ভারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।