• পাক বাহিনীর হাতে বন্দি বিএসএফ জওয়ান, দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগী কল্যাণ...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানক পূর্ণমকুমার সাউকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এবিষয়ে কল্যাণ জানিয়েছেন, এবিষয়ে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন তিনি। 

    শ্রীরামপুরের সাংসদ জানান, ডিজি তাঁকে জানিয়েছেন, পূর্ণমকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের তরফে সমস্তরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি বিএসএফ ডিজি তাঁকে জানিয়েছেন, পাকিস্তান এবিষয়ে সময় নিচ্ছে। আশা করা যায় জওয়ানকে পাকিস্তান ফিরিয়ে দেবে। সেইসঙ্গে আটক জওয়ান এই মুহূর্তে সুস্থ ও নিরাপদে আছেন বলেও ডিজি বিএসএফ তাঁকে জানিয়েছেন।

    প্রসঙ্গত, পহেলগাঁওতে পাক মদতপুষ্ট উগ্রপন্থীদের হাতে পর্যটক খুন হওয়ার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ভারত-সহ গোটা বিশ্ব এই ধরনের কাপুরোষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে গোটা দেশ। 

    এই আবহেই ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা ও বিএসএফে কর্মরত ওই জওয়ান। তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। দ্রুত তাঁর মুক্তি ও দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় ভারত। এবিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। দ্রুত জওয়ানের মুক্তির দাবি জানানো হয়।
  • Link to this news (আজকাল)