বিডিওর নাম করে ফোনে চাওয়া হচ্ছে টাকা! দেওয়া হচ্ছে চাকরির টোপ, শোরগোল পাঁশকুড়ায় ...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার নয়া কৌশল। তবে এ কোনও সাধারণ মানুষকে নয়। স্বয়ং প্রধান, উপপ্রধানকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এটা কোনও প্রতারকের কাজ নাকি রাজনীতির নতুন কৌশল! এ নিয়েও উঠছে প্রশ্ন।
জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের ফোন করে বলা হচ্ছে মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাঁশকুড়া ব্লকে।
পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার অভিযোগ করেছেন যে পাঁশকুড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের কাছে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার এর নাম করে ফোন করছে কেউ বা কারা। ফোনের ওপার থেকে বলা হচ্ছে মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। এমনকী ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে আপনারাও চাকরি করতে পারেন বা আপনার আত্মীয় পরিজনকেও দিতে পারেন চাকরি। তাই দ্রুত টাকা দিন। তবেই জেলাশাসকের দপ্তরে নাম পাঠানো যাবে। এই প্রতারণার কথা জানতে পেরেই গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিওর দারস্থ হন। গোটা বিষয়টি জানতে পেরে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ জানাযন। এটা কোনও প্রতারকের কাজ! নাকি রাজনীতির নতুন কৌশল! তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে তদন্ত।