আজকাল ওয়েবডেস্ক: শহীদ ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের কফিন বন্দি মৃতদেহ পৌঁছল তাঁর গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা। বাড়ির ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ঝন্টুর বাবা মা, আত্মীয়-স্বজন এবং একমাত্র জীবনসঙ্গিনী স্ত্রী। সেনা জওয়ানের নিথর দেহের ওপরে কান্নায় ভেঙে পড়লেন ঝন্টুর পরিবার।
নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বাড়ির এলাকায় এদিন সকালে থেকেই ছিল থিকথিকে ভিড়। শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখার জন্য। এরপর সেনা জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝন্টু আলি শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। পরিবারের ছেলের কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই পরিবার কান্নায় ভেঙে পড়েন।
স্বামী হারানোর বেদনায় কান্না আটকাতে পারেননি স্ত্রী ঝুমা শেখও। চোখের জল ধরে রাখতে পারেননি পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও। এই ভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। জানা গিয়েছে, গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যর জন্য প্রস্তুত করা হবে।
তবে এতকিছুর মধ্যেও গ্রামবাসীরা সহ ঝন্টুর পরিবারের দাবি ‘বদলা চাই’। যেভাবে কাশ্মীরে জঙ্গিরা নৃশংসভাবে ঝন্টু আলি শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেই ভাবে জঙ্গিরাও যাতে ঝাঁঝরা হয়ে যায় ভারতীয় সেনার গুলিতে। এখন দেখার কেন্দ্রীয় সরকার পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে। আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।