মায়ের মৃত্যুর একবছরের মধ্যেই আত্মঘাতী পিতা-পুত্র, হাওড়ার বেলুড়ে মর্মান্তিক ঘটনা...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার বেলুড় এলাকায় মর্মান্তিক ঘটনা। পিতা ও পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ঠাকুরন পুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ। জানা গেছে, বাবার নাম সুভাষ পাল (৭৫)। পুত্রের নাম অজিত পাল (৩৮)। অজিত একটি বেসরকারি সংস্থায় কাজ করত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডে শনিবার এলাকার একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর ওই ব্যক্তির বাড়িতে খবর দিতে গিয়ে উদ্ধার হয় পুত্রের দেহ। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিতা-পুত্র। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঘরে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মৃতদেহ দেখতে পেয়ে পিতাও চরম সিদ্ধান্ত নেন। ঠাকুরন পুকুরের গায়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় বেলুড় থানায়। জানা গিয়েছে, একবছর আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যান। তারপর শনিবার পিতা ও পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ।