রেললাইনে আচমকা চলে এল হাতি, ডুয়ার্সে চালকদ্বয়ের তৎপরতায় রক্ষা পেল গজরাজ...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের ওপর চলে আসল হাতি এবং চালকদ্বয়ের তৎপরতায় প্রাণে বেঁচে গেল গজরাজ। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে যাওয়া হাতিকে জরুরীকালীন ব্রেক কষে রক্ষা করলেন বঙ্গাইগাও-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক সঞ্জয় সরকার ও সহকারী চালক রকি কুমার।
ডুয়ার্সের সেবক ও গুলমা স্টেশনের মাঝে ২২/২ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। একটি বন্য হাতি ও একটি হস্তিশাবক রেললাইন পার করছিল সেই সময় লাইন পার করছিল। ট্রেনের হেডলাইটের আলোয় তা দেখতে পান চালকদ্বয়। তখন আপৎকালীন ব্রেক কষে দেন। সেই কারণে ট্রেনটি কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে যায়। এরপর হাতিটি রেললাইন পার করে জঙ্গলের পথ ধরলে ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কোনও রকম দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশপ্রেমীরা।
উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গিয়েছে রেললাইন ও রাস্তা। আর মাঝেমধ্যে সেই রাস্তা ও রেললাইনের ওপর বন্যপ্রাণী চলে আসে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা যেমন ঘটেছে তেমনই, একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বন্যপ্রাণীরা।