এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন রাতে সাত ঘন্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল। জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা।
রক্ষণাবেক্ষণের কাজের জন্যেই ওই একমাস রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে।
কলকাতার অন্যতম ব্যস্ত মা উড়ালপুল রাতে বন্ধ থাকায় বিকল্প পথে বাইপাস থেকে কলকাতা ও শহরের পশ্চিমমুখী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, ইএম বাইপাস থেকে কলকাতাগামী গাড়িগুলি পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, কংগ্রেস এক্সিবিশন রোড, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতেই মা উড়ালপুল দিয়ে রাতে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দুর্ঘটনা এড়াতেই তখন এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছিল লালবাজার। এরপর একই কারণে টানা কয়েকদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চলাচল বন্ধ করা হয়েছিল। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।