• মালগাড়িতে থাকা তেলের ট্যাঙ্কারে আগুনের ফুলকি! দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মালগাড়িতে থাকা তেলের ট্যাঙ্কারে আচমকাই আগুনের ফুলকি। আরপিএফ ও দমকলের তৎপতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি রোড ও রানিনগরের মাঝে। এই বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত বলেন, কীভাবে ওই মালগাড়ির তেলের ট্যাঙ্কারে আগুন লাগল বোঝা যাচ্ছে না। তবে খবর পাওয়ার পরই আমরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসছিল না। এরই মধ্যে খবর পেয়ে দমকল বাহিনী চলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়।বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জলপাইগুড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ রামেশ্বর পাণ্ডে জানিয়েছেন, ‘আমরা গিয়ে দেখি, তেলের ট্যাঙ্কারের ঢাকনা খোলা। আগুনের ফুলকি দেখা যাচ্ছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা ওই আগুন নিভিয়েছি।’ রেল সূত্রে জানা গিয়েছে মালগাড়িটি তেলের ট্যাঙ্কার নিয়ে এনজেপি থেকে অসমের দিকে যাচ্ছিল। এই বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘গতকাল, শুক্রবার রাত ১টা ২০ মিনিট নাগাদ রানিনগর ছাড়ার পরই একটি জ্বালানির তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়িতে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই তেলের ট্যাঙ্কারটিকে মালগাড়ির মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করা হয়। তারপরেই আগুন নেভানোর কাজে হাত দেওয়া হয়। রাত ৩টে ১৫ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।’ 
  • Link to this news (বর্তমান)