নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রাতঃভ্রমণে বেরিয়ে পুকুরের ধারে গাছে ঝুলন্ত মৃতদেহ দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই পড়ে গেল হইচই। খবর দেওয়া হল পুলিসে। আজ, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড় থানার ঠাকুরনপুকুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার একটি পুকুরের ধারে গাছে ঝুলন্ত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান তাঁরা। ওই মৃতব্যক্তির বাড়িতে খবর দিতে গিয়ে আরও চমকে ওঠেন। দেখা যায়, ওই ব্যক্তির ছেলেও মৃত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে স্থানীয়রা দেখতে পান, ঘরের মধ্যে থাকা ফ্যানে গামছা ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিস।মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি সম্পর্কে বাবা-ছেলে। মৃতদের নাম সুভাষ পাল (৭৫) ও অজিত পাল (৩৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মা এক বছর আগে মারা যান। তারপর থেকে রোজই বাড়িতে অশান্তি লেগে থাকত। সেই অশান্তির কারণেই বাবা ও ছেলে আত্মহত্যা করেছেন কিনা, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। তবে সাত সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী।