• বেলঘরিয়ায় ছি-ছিক্কার! বউমার সঙ্গেই ৫ বছরের নাতনিকেও দাদু... একসঙ্গে মা-মেয়েকে...
    ২৪ ঘন্টা | ২৬ এপ্রিল ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: ন্যক্কারজনক ঘটনা বেলঘরিয়ায়। বউমা ও নাতনিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। প্রতিবাদ করলে বাচ্চা সহ দম্পতিকে ৪দিন ধরে বাড়ির বাইরে বের করে রাখেন শ্বশুর। অভিযোগ এমনই। আরও অভিযোগ, এই ঘটনায় নিষ্ক্রিয় বেলঘরিয়া থানার পুলিস।

    কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যতীনদাস নগর এলাকার ঘটনা। স্বামী ও ৫ বছরের মেয়েকে নিয়ে সংসার। অভিযোগ, বিয়ের পর থেকেই বউমার উপর শারীরিক নির্যাতন চালাতেন শ্বশুর। এরপর দম্পতির কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে তার বয়স ৫ বছর। অভিযোগ, বউমার পর এবার ৫ বছরের নাতনিকেও যৌন হেনস্থা করেন শ্বশুর। মায়ের সঙ্গে সঙ্গে মেয়ের উপর শারীরিক অত্যাচার চালান অভিযুক্ত শ্বশুর।

    আর তার প্রতিবাদ করতেই তারপর থেকেই দম্পতির উপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে। দম্পতি বাড়িতে না থাকার সুযোগে তাদের জামাকাপড়ের ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বাড়ির গেটের বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেন শ্বশুর। এই গরমের দাবদাহে গত ৪ দিন ধরে সব জিনিসপত্র ও ৫ বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়ির বাইরে দিন কাটাতে হচ্ছে দম্পতিকে।

    তাঁদের আরও অভিযোগ, দম্পতি বেলঘরিয়া থানায় গেলে কোনও ডায়েরি নেয়নি পুলিস। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় দম্পতি। আদালত পুলিসের উপস্থিতিতে দম্পতিকে অবিলম্বে বাড়িতে ঢোকাতে নির্দেশ দিলেও, এখনও শ্বশুর তাঁদের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ। এমনকি প্রতিবেশীরা ওই দম্পতির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করলে শ্বশুর তাঁদেরও হুমকি দেন বলে অভিযোগ।

  • Link to this news (২৪ ঘন্টা)