• পহেলগাঁওয়ে ‘শহিদ’ মণীশরঞ্জনের নামে হোক রাস্তার নামকরণ, কান্না মুছে দাবি ঝালদাবাসীর
    প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন আইবি অফিসার, বাংলার মণীশরঞ্জন মিশ্র। তাঁর নামে ঝালদার রাস্তার নামকরণ হোক, এমনই দাবি জানালেন এলাকার মানুষজন। ঝালদা পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের যে পথ দিয়ে ওই নিহত আইবি অফিসারের বাড়িতে যাওয়া যায়, সেই ওল্ড বাঘমুন্ডি রোড বা শ্রী গোপাল জালান রোডের নাম হোক শহিদ মণীশরঞ্জন লেন নামে। এই বিষয়ে ঝালদার পুরসভার কাছে সেখানকার মানুষজনের দাবি সম্বলিত চিঠি পুরপ্রধানের কাছে জমা পড়বে। ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, “ওই রাস্তা শ্রীগোপাল জালান রোড নামে করা রয়েছে। তবে ৫ নম্বর ওয়ার্ড থেকে যে রাস্তা ১১ নম্বরের দিকে যাচ্ছে সেই রাস্তা ওই নামকরণ করা যেতে পারে। তবে এখনও কোনও লিখিত প্রস্তাব আসেনি। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই পদক্ষেপ নেব।”

    এর আগে এই ঝালদা পুর শহরেরই ১২ নম্বর ওয়ার্ডে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর নামে একটি রাস্তার নামকরণ হয়েছে। তাই শহরবাসী বলছেন, নিহত আইবি অফিসারের নামেও এই পুর শহরে একটি রাস্তা হোক। পহেলগাঁওয়ের ক্ষত এখনও মুছে যায়নি ঝালদাবাসীর মন থেকে। শনিবার ঝালদায় নিহত আইবি অফিসারের স্মরণে শান্তি মিছিল করবেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ির সামনে মোমবাতি জ্বালানো হবে। এর আগে শুক্রবার পুরুলিয়ার একাধিক সংগঠন পথে নেমে ওই জঙ্গি হামলার প্রতিবাদের পাশাপাশি নিহতকে শ্রদ্ধা জানাতেও মোমবাতি জ্বালানো হয়েছিল। আজও সেভাবেই শান্তি মিছিল হবে।

    গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের বুলেটে ঝাঁজরা হওয়া ২৬ জনের তালিকায় রয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা, আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্র। কোনওক্রমে বেঁচে গিয়েছেন তাঁর দুই ছেলেমেয়ে, স্ত্রী। দেহ ফেরার পর বাড়ির উঠোনে এলাকাবাসীর ঢল। পাড়ার বীর সন্তানের এহেন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে মুখর হয়ে এবার মণীশরঞ্জনের বাড়ির রাস্তাটি তাঁর নামে করার দাবি তুললেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)