অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দিরের। অপেক্ষার আর মাত্র ৪ দিন। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দিঘাজুড়ে সাজো সাজো রব। এই সময় অনেকেই যেতে চাইছেন দিঘার জগন্নাথ মন্দিরে। কিন্তু কী ভাবে সেখানে পৌঁছবেন জানেন? বাস, না ট্রেন, কোন পথে গেলে মিলবে সুবিধা?
আগামী ২৮ এপ্রিল থেকে বাসে দিঘা গেট পর্যন্ত যাওয়া যাবে। এ ছাড়া বাইপাস ধরে নিউ দিঘার বাস ডিপোতে যেতে পারবেন। যাঁরা ওল্ড দিঘার ওপর দিয়ে যাবেন তাঁদের দিঘা গেটের কাছে নামতে হবে। সেখান থেকে হেঁটে ১১৬ বি জাতীয় সড়ক ধরে তিন কিলোমিটার গেলেই মন্দিরে পৌঁছনো যাবে। যাঁরা নিউ দিঘা বাস ডিপো থেকে আসবেন তাঁরাও ১১৬ বি জাতীয় সড়ক ধরে শনি মন্দিরের সামনে দিয়ে ২ কিমি হেঁটে সোজা মন্দিরে পৌঁছতে পারবেন। যাঁরা বাসে করে আসবেন তাঁদের নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়ক ধরে এসে মন্দিরে যেতে হবে।
কিন্তু যাঁরা ট্রেনে আসবেন তাঁরা কী ভাবে পৌঁছবেন মন্দিরে? এর জন্য প্রথমে ট্রেনে দিঘা স্টেশনে নামতে হবে। সেখান থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে ওল্ড দিঘার অভিমুখে ৫০০ মিটার হেঁটে মন্দিরে যেতে হবে। সেক্ষেত্রে হাওড়া থেকে পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার, কাঁথি হয়ে দিঘায় পৌঁছনো যাবে। এ ছাড়াও পাঁশকুড়া-দিঘা লাইনের ট্রেন ধরে দিঘা স্টেশনে নেমে সেখান থেকে হেঁটেই মন্দিরে পৌঁছনো যাবে। ওল্ড দিঘার ওপর দিয়ে ও বাইপাস ধরে দু'দিক দিয়েই দিঘার জগন্নাথের মন্দিরে পৌঁছনো যাবে। ওল্ড দিঘার ওপর দিয়ে গেলে দিঘা গেটের কাছে নেমে সেখান থেকে কিছুটা পথ হাঁটতে হবে। আর কেউ যদি বাইপাস হয়ে আসেন তাহলে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পাশে যে পরিবহণ দপ্তরের ডিপোয় নামতে হবে। সেখান থেকে নেমে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরের সামনে।
যাঁরা গাড়ি নিয়ে আসবেন তাঁরা দিঘা স্টেট জেনারেল হাসপাতালের মাঠে পার্কিং করতে পারবেন। এর পাশাপাশি নিউ দিঘার হেলিপ্যাড ময়দানের পাশেও পার্কিং-এর ব্যবস্থা থাকছে। আপনি চাইলে হাওড়া বা ধর্মতলা থেকে সরকারি ও বেসরকারি বাসে করেও মন্দিরে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে বাসে করে কোলাঘাট, মেচেদা, তমলুক, নন্দকুমার, কাঁথির জাতীয় সড়ক হয়ে আপনাকে যেতে হবে।