• মুর্শিদাবাদের SPকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলি
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • আইপিএস সূর্যপ্রতাপ যাদবকে ফের বদলি করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ছিলেন সূর্যপ্রতাপ। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে তাঁকে কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে পাঠানো হয়। ফের নয়া বিজ্ঞপ্তি সামনে এলো শনিবার। দুর্গাপুরের র‍্যাফ ব্যাটেলিয়ন পাঠানো হয়েছে তাঁকে।

    সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। তিন জনের মৃত্যু হয়। ঘর ছেড়ে ভিন জেলাতেও আশ্রয় নেন বহু মানুষ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, রাজ্যপাল ঘটনাস্থল ঘুরে দেখেন। আক্রান্তদের সঙ্গে কথা বলেন।

    ওই ঘটনায় বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পর্যন্ত অভিযোগ তুলেছেন। এই আবহে শুক্রবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে বদলি করা হচ্ছে।

    মুর্শিদাবাদের এসপি সূর্যপ্রতাপ যাদবকে পাঠানো হয়েছিল কোচবিহার। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে পাঠানো হয় সালুয়ার তৃতীয় ব্যাটালিয়নের CO, EFR করে। কিন্তু আইপিএস সূর্যপ্রতাপকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলি করা হলো। এ বার পাঠানো হলো CO, RAF Durgapur-এ।

  • Link to this news (এই সময়)