দিগন্ত মান্না, পাঁশকুড়া
'ছায়াবাজি' কবিতায় সুকুমার রায় লিখেছিলেন, 'আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা।' সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য ছবিটা খানিক বদলে গিয়েছে। এখন ছায়ার দখল নিতে কুস্তি করতেও রাজি হয়ে যেতে পারেন অনেকে। 'অবাক জলপান' এর সেই পথিককে মনে আছে? তিনি জানতে চেয়েছিলেন, 'একটু জল পাই কোথায় বলতে পারেন?' এখন বহু লোকজন সেই পথিকের মতোই জানতে চাইছেন, 'একটু ছায়া পাই কোথায় বলতে পারেন?'
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় চলছে তাপপ্রবাহ। সরকারি স্কুলে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এসি-র বিক্রি। কিন্তু রাস্তাঘাটে তো আর এসি-র সুবিধা মিলবে না। তাই পথচারী থেকে শুরু করে সকলেই এখন খুঁজছেন একটু ছায়া। তীব্র গরমে কার্যত মহার্ঘ গাছের ছায়া। গ্রীষ্মের ভরা দুপুরে গাছের ছায়ায় বিশাম নিতে দেখা যাচ্ছে অনেককেই। নগরোন্নয়নের নামে যে ভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে ক্রমশ কমছে ছায়ার আয়তন।
মাইশোরার মাংলই গ্রামের মৃণালসুন্দর পাত্র পেশায় শিক্ষক। তিনি পাঁচ কাঠা জমির উপরে 'মৌচাক সেবাশ্রম' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন পত্র-পত্রিকা পড়ার সুযোগ করে দিতে ওই প্রতিষ্ঠানের সামনে গোল ছাউনি দেওয়া একটি খোলা মঞ্চ তৈরি করেছেন। প্রতিষ্ঠানের প্রবেশদ্বার থেকে শুরু করে মূল ভবন ও মঞ্চ সবটাই গাছের ছায়া দিয়ে মোড়া। সেই ছায়ার জন্য তিনি রোপণ করেছেন অ্যালামুন্ডা ও কাগজফুল। গোটা গ্রীষ্মকাল জুড়ে সেই ছায়ার নীচে ভিড় বাড়ে পড়ুয়াদের।
ওই ছায়াঘেরা এলাকায় অনেকেই জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানের আয়োজন করেন। পাঁশকুড়ার আলোক মাইতি বলেন, 'মৃণাল পাত্রের সেবা প্রতিষ্ঠানের মূল আকর্ষণই গাছের ছায়া।' কোলাঘাটের গৌরাঙ্গঘাটে স্থানীয় সঙ্কেত ক্লাবের সদস্যরা ঝাউয়ের বাগান তৈরি করেছেন। রয়েছে অন্য গাছও। সেই গাছতলায় বসে রূপনারায়ণের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। সঙ্কেতের সদস্য বিশ্বনাথ দাস বলেন, 'গৌরাঙ্গ ঘাটটিকে সবুজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। গরমে গাছের ছায়ায় বসার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।'
পরিবেশপ্রেমী অসীম দাসের কথায়, 'গাছের সংখ্যা কমে যাওয়ার কারণেই দিন দিন তাপমাত্রা বাড়ছে। গরমে গাছের ছায়া সকলেরই ভালো লাগে। কিন্তু গাছ না-থাকলে ছায়াটা দেবে কে? বৃক্ষরোপণ নিছক লোকদেখানো কর্মসূচি নয়, ভবিষ্যতে শান্তিতে বাঁচতে হলে গাছের কোনও বিকল্প নেই।'