রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বহু পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সে জন্য বিশেষ পদক্ষেপ করল রেল।
শনিবার পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, এই রবিবার শিয়ালদহ ডিভিশনে অন্যান্য কর্মব্যস্ত দিনের মতোই লোকাল চলবে বিকেল 8টে পর্যন্ত। তবে মাতৃভূমি লোকাল পরিষেবাগুলির ক্ষেত্রে তা প্রযোজ্য নেই। উল্লেখ্য, রবিবার অনেক লোকাল বাতিল থাকে। কারণ ওই দিনে অধিকাংশ অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকে। কিন্তু এই রবিবার পরীক্ষার্থীরা যাতে সহজেই যাতায়াত করতে পারেন, সেই জন্য এই পদক্ষেপ করা হয়েছে।
এ দিকে জয়েন্টের দিনে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, রাজ্যের পরিবহণ দপ্তর, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন জেলা প্রশাসনও সাহায্য করছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্কের পরীক্ষা। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ফিজ়িক্স ও কেমিস্ট্রির পরীক্ষা। চলতি বছরে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানা গিয়েছে।