হাওড়া পুর এলাকায় বদলে যাচ্ছে জল সরবরাহের সময়। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে। জরুরি ভিত্তিক এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১ মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই বদলে যাবে পুরবাসীদের জন্য পানীয় জল সরবরাহের সময়।
পুরসভার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ বার থেকে নতুন সময়ে জল পাবেন। এখন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জল দেওয়া হয়। এই সময় সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ দিনের শুরুর জল পরিষেবা একই সময়ে মিলবে। এর পর আবার সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত জল পান হাওড়া পুরবাসী। তবে ১ মে-র পর দুপুর ১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত জল দেওয়া হবে।
অন্য দিকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এখন জল পান হাওড়া পুর এলাকার মানুষ। মে মাসের ১ তারিখ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জল পাবেন পুর নাগরিকরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের জন্য জলের চাহিদা বেড়েছে। সে কথা মাথায় রেখেই বদল আনা হয়েছে সময়ে।