গ্রুপ সি ২৫ এবং গ্রুপ ডি ২০ হাজার, চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার...
আজকাল | ২৭ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছিলেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের স্কুলে পড়ানোর অনুমতি দিয়েছে আদালত। কিন্তু অশিক্ষক কর্মীদের ভাগ্যের শিকে ছেঁড়েনি। এ বার অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
শনিবার নবান্নের সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই চাকরিহারাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাঁদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদপ্তরকে যুক্ত করছে না রাজ্য।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আদলতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্যও দাখিল হবে রিভিউ পিটিশন।
গত সোমবার থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে ধর্না শুরু করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপরেই গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি জানান, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তাঁর নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। চাকরিহারাদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী জানান, দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে ব্রাত্য মনে করান, গোটা বিষয়টি এখনও বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ।