• তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সারা দিন যেন আগুন ছড়াচ্ছিল চড়া রোদ। বাঁকুড়ার মাটিতে যেন ফুটছিল গরমের বাষ্প। ঘামে ভেজা শরীর, হাঁসফাঁস করা প্রাণ—সবকিছুই যেন আর নিতে পারছিলেন না সাধারণ মানুষ। ঠিক তখনই, বিকেলের আকাশ যেন মায়াবী রূপ নিল। কালো মেঘে ঢেকে গেল চারদিক, হালকা ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিল ক্লান্ত গায়ে।  

    এক মুহূর্ত পর, আকাশ যেন মুঠো মুঠো বরফের দানা ফেলতে শুরু করল। সাদা শিলার ছড়াছড়িতে ঢেকে গেল মাঠ, রাস্তা, বাড়ির ছাদ। মনে হচ্ছিল, বাঁকুড়া যেন এক টুকরো বরফের দেশে রূপ নিয়েছে।  

    প্রচণ্ড তাপের ক্লান্তি ভুলে গিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ল প্রকৃতির সেই রূপকথার জলে। কেউ ছাতা খুলে, কেউ ছাতা ছাড়াই ভিজে উঠল সেই আশীর্বাদে। শিশুরা শিলার দানা কুড়িয়ে খেলায় মেতে উঠল, বড়রা মুছে নিলেন দিনের ক্লান্তি।  

    তবে প্রকৃতির এই খেলা কিছুটা ব্যথাও বয়ে আনে। ভেঙে গেল দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ, ঝরে পড়ল অনেক কাঁচা আম। তবুও, সব কষ্টের উপরে উঠে বাঁকুড়াবাসী খুঁজে পেল এক ফোঁটা শান্তি। গরমের শহরে নেমে আসা এই শিলাবৃষ্টি যেন বেজায় স্বস্তি দিল সকলকে। 
  • Link to this news (আজকাল)