• রবিবার রাজ্যের জয়েন্ট, নির্বিঘ্নে পরীক্ষা নিতে তৎপর প্রশাসন
    দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৫
  • রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ড একাধিক পদক্ষেপ করেছে। বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার পড়ার সুযোগ মেলে এই পরীক্ষার মাধ্যমে। এই বছর এক লক্ষেরও বেশি পড়ুয়া এই এন্ট্রান্স পরীক্ষায় বসবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

    অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে।

    জয়েন্ট পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরও সাহায্যের হাত বাড়িয়েছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, রাজ্যের পরিবহন দপ্তর, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন জেলা প্রশাসনও সাহায্য করছে। রবিবার হাওড়া ও শিয়ালদহ (মাতৃভূমি লোকাল বাদে) বিভাগের সকল ইএমইউ ট্রেন বিকেল ৪টে পর্যন্ত অন্যান্য দিনের মতো চলাচল করবে।

    জয়েন্ট বোর্ড জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা আসবেন সেই পরীক্ষায় বসার জন্য। এমনকী, অন্য রাজ্য থেকেও পরীক্ষায় বসেন কয়েক হাজার পরীক্ষার্থী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)