রাজ কুমার, আলিপুরদুয়ার: প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই মুখ্যমন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! কাঠগড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের ঘটনায় এলাকায় তুমুল ক্ষোভ। শেষপর্যন্ত অভিযুক্তকে তুলে নিয়ে যায় বারোবিশা ফাঁড়ির পুলিশ।
কুমারগ্রাম ব্লকের বারবিশার বাসিন্দাদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এবং এআইএমআইএমের প্রধান আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট শেয়ার করা হয়েছে। অভিযোগের তির খোকন মল্লিক নামে এক স্বর্ণকারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত খোকন আদপে বাংলাদেশের বাসিন্দা। সে দেশে রাজনৈতিক পালাবদলের সময় তিনি এদেশে চলে আসেন। সেই সময় নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরও একটি নোংরা পোস্ট করেছিলেন। তখন স্থানীয়রা তাঁকে এই ধরনের পোস্ট করতে নিষেধ করেছিল। কিন্তু তার পরেও এদিন একই ঘটনা ঘটাল।
বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত স্বর্ণকারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবির সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এরপর বারোবিশা ফাঁড়ির পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়।