বঙ্গে আগে থেকেই ছিল কালবৈশাখীর পূর্বাভাস। সেই মতো শনিবার সন্ধ্যে গড়াতেই শুরু হল তীব্র ঝড়ের তাণ্ডব। সেই সঙ্গে দোসর বৃষ্টিও। প্রবল গরমে নাজেহাল অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। বাড়ির বাইরে বার হওয়ার আগে দশবার ভাবতে হচ্ছিল। তবে এ বার শনিবার সন্ধ্যায় কিছুটা হলেও যেন স্বস্তি পেল শহরবাসী।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে টানা চারদিন তাপপ্রবাহের পরে শনিবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এ বার হাওয়া অফিসের সেই পূর্বাভাসেই সিলমোহর পড়ল। পূর্বাভাস অনুযাযী, শনিবার থেকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তীব্র গতিতে হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছিল।
গত তিন দিন অসহ্য গরমের পর শনিবার সন্ধ্যায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এ দিকে আবার মনভারাক্রান্ত ক্রিকেটপ্রেমীদের। কারণ শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে চলছিল পাঞ্জাবের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কিন্তু হঠাৎই তুমুল ঝড়বৃষ্টি শুরু হওয়ায় আপাতত ম্যাচ স্থগিত রয়েছে। তবে ফের কখন ম্যাচ শুরু হবে তার জন্য টিভির পর্দায় চোখ রেখেছে ক্রিকেটপ্রেমীরা। এ দিকে রবিবার থেকে হাওয়ার বদল ঘটে কালবৈশাখী হতে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। শনিবারের পর রবিবারও চড়া রোদ এবং অসহ্য গরম পেরিয়ে ফের বৃষ্টির দেখা মিলবে কি না সেই দিকেই সব নজর।