রাত তখন অনেকটা গভীর। চারিদিক নিস্তব্ধ। ঠিক সেই সময়ে রামপুরহাট RPF-এর সিনিয়র সিকিউরিটি কমিশনারের অফিসে ঢোকে দুষ্কৃতী। এর পর সেখান থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার তারা চুরি করে। তবে শুধু এই দুটো জিনিসই নয়, সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে দুষ্কৃতী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানার পরেই শনিবার ঘটনাস্থলে পৌঁছয় RPF এবং রামপুরহাট থানার পুলিশ। দুষ্কৃতীর খোঁজে পুলিশ ইতিমধ্যেই স্নিফার ডগ এনে তল্লাশি শুরু করেছে।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে সিকিউরিটি কমিশনারের অফিস থেকে ওই তিনটি সামগ্রী চুরি করে পালায় দুষ্কৃতী। পুলিশের অনুমান, ঘটনার কোনো প্রমাণ যাতে না থাকে তার জন্য সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গিয়েছে সেই দুষ্কৃতী। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, এর পর পুলিশের কাছে খবর পৌঁছতেই শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং রামপুরহাট থানার পুলিশ। তদন্তের স্বার্থে আনা হয় স্নিফার ডগও ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে কতজন জড়িত তা জানা যায়নি। জানা গিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই এলাকার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে দুস্কৃতীরা এখনও অধরা।