রাজ্য জয়েন্ট পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চলবে হাওড়া ও শিয়ালদায়, রইল পুরো তথ্য
হিন্দুস্তান টাইমস | ২৭ এপ্রিল ২০২৫
রবিবার রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই উপলক্ষে যাত্রীদের পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল রেল। পরীক্ষার্থীরা যাতে সহজেই পরীক্ষাকেন্দ্রে যেতে কোনওরকমের সমস্যার মুখে না পড়েন, তার জন্য রবিবার প্রথম ভাগে কোনও লোকাল ট্রেন বাতিল থাকবে না । এদিন হাওড়া এবং শিয়ালদা উভয় ডিভিশনে নির্দিষ্ট সময় পর্যন্ত সব লোকাল চলবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
শনিবার পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদা এবং হাওড়া দুটি বিভাগেই সব লোকাল চলবে। তবে শুধু মাতৃভূমি লোকাল বাতিল থাকবে। সাধারণ রবিবার সরকারি এবং বিভিন্ন বেসরকারি অফিস ছুটি থাকায় যাত্রী সংখ্যা অনেক কম থাকে। ফলে একাধিক লোকাল ট্রেন রবিবার বাতিল থাকে। তবে জয়েন্ট পরীক্ষা থাকায় আগামিকাল ভিড় হবে পরীক্ষার্থীদের।
সেই কথা মাথায় রেখেই এদিন সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত এই দুই ডিভিশনে মাতৃভূমি বাদে সব ইএমইউ লোকাল চলবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল। অর্থাৎ এদিন বিকেল ৪টে পর্যন্ত সপ্তাহের সাধারণ কার্যদিবসের মতোই ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালাবে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, রবিবার অনেক লোকাল বাতিল থাকে। কিন্তু, পরীক্ষার্থীরা যাতে সহজেই যাতায়াত করতে পারেন তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য সবরকমের ব্যবস্থা নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাবেন। শুধু তাই নয়, অন্য রাজ্য থেকেও জয়েন্ট পরীক্ষায় বসেন অনেকে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, এ বছর এক লক্ষেরও বেশি পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবেন। ইতিমধ্যেই পরীক্ষা পদ্ধতি পর্যবেক্ষণের জন্য অবজার্ভার নিয়োগ করা হয়েছে। রেলের পাশাপাশি রাজ্য পরিবহণ দফতরের তরফে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পদক্ষেপ করা হয়েছে।