সংবাদদাতা, ঘাটাল: তীব্র গরমে খড়ার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট চরমে উঠেছে। সমস্যায় পড়ছে বহু পরিবার। প্রায় এক সপ্তাহ ধরে তীব্র জলসঙ্কটে বাসিন্দারা অতিষ্ঠ। নলবাহিত ট্যাপে জল আসছে না, কোথাও আবার সুতোর মতো জল পড়ছে। ফলে পানীয় জল সংগ্রহ করতে দূর-দূরান্তে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসীচরণ দোলই বলেন, ট্যাঙ্কে সমস্যার কারণে জল সরবরাহ ব্যাহত হয়েছে। দ্রুত সংস্কারের কাজ চলছে। জরুরি ভিত্তিতে ট্যাঙ্কার পাঠিয়ে বাসিন্দাদের পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব জল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ওই দু’টি ওয়ার্ডের বাসিন্দারা জানান, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাঁদের ওয়ার্ডগুলিতে তীব্র জলের সঙ্কট দেখা দিয়েছে। পানীয় জলের অভাবে এলাকার প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্নার কাজ করতে সমস্যা হচ্ছে। ৮নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কর্মী দীপালি পাঁজা বলেন, পাইপলাইনের জল থেকে রান্নার কাজ হতো। কিন্তু, এক সপ্তাহের বেশি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পানীয় জল পাচ্ছি না। ফলে অনেক দূর থেকে জল এনে রান্না করতে সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তুষারকান্তি মিদ্যা, টুসিরানি ধাড়া বলেন, তীব্র গরমের মধ্যে পর্যাপ্ত পানীয় জল না মেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পুরসভার তরফে জানানো হয়েছে, দলপতিপুর এলাকায় একটি বড় জলট্যাঙ্কে ফাটল ধরার কারণেই এই সঙ্কট দেখা দিয়েছে। ট্যাঙ্কটির সংস্কার কাজ চলছে। পাশাপাশি পানীয় জলের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় জলবাহী ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। পুরসভার আশ্বাস, দ্রুত ব্যবস্থা নিয়ে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।