• প্লাস্টিক কারখানায় আগুন
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ধাপায় অগ্নিকাণ্ড। শনিবার সকালে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ট্রান্সফর্মার থেকে আগুন ছড়ায়। পাশেই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ মজুত থাকায় লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

    প্রগতি ময়দান থানা এলাকার ধাপার দুর্গাপুর এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে আচমকাই রাস্তার ধারের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে এলাকার বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভানোর সময় আচমকাই ট্রান্সফর্মারটিতে বিস্ফোরণ হয়। তাতে আগুনের ফুলকি পাশের প্লাস্টিক কারখানায় গিয়ে পড়ে। নিমেষে দাউদাউ করে জ্বলতে শুরু গোটা কারখানাটি। ভিতরে চারটি গাড়ি ছিল। সেগুলি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে সেই মুহূর্তে একটি মাত্র ইঞ্জিন থাকায় আগুন নেভাতে বেশ খানিকটা সময় লাগে। পরিস্থিতি বুঝে পরে ঘটনাস্থলে আরও ৭টি ইঞ্জিন পাঠায় দমকল। প্রায় ঘণ্টাদুয়েকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)