নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তাঁর পাঁচ বছরের শিশুকন্যার শ্লীলতাহানির চেষ্টা করেছেন শ্বশুর শ্রীদাম দাস। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যতীনদাস নগর এলাকার এক বধূ রমা দাস মণ্ডল এমন অভিযোগ এনেছিলেন। তারপরই ওই শিশু সহ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেন শ্বশুর। বেলঘরিয়া থানায় অভিযোগ করার চেষ্টা করলেও পুলিস কোনও ডায়েরি নেয়নি। বাধ্য হয়ে বারাকপুর থানার দ্বারস্থ হন ওই দম্পতি। আদালত নির্দেশ দেয়, পুলিসের উপস্থিতিতে ওই দম্পতিকে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু আদালতের নির্দেশও মানেননি শ্বশুর শ্রীদাম দাস। এনিয়ে পুলিসও কোনও উচ্চবাচ্য করছে না। ফলে এই গরমের মধ্যে পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে বাইরেই থাকতে বাধ্য হচ্ছেন ওই দম্পতি। তবে এই ঘটনায় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবযানী মুখোপাধ্যায়।