• লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থেকে গুলি, ফুলবাগানে আত্মঘাতী প্রমোটার
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। বড্ড একা লাগছে। তোরা ভালো থাকিস। আমি চললাম।’- এই ভিডিও করে নিজের কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন ব্যবসায়ী। শনিবার দুপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ফুলবাগান থানার সিআইটি রোড এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম জয়ন্ত সাহা (৬৫)। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়ন্তর প্রোমোটিংয়ের ব্যবসা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। তাঁর স্ত্রী মাসখানেক আগেই মারা গিয়েছেন। তাঁর চার ছেলেরই রয়েছে রেস্টুরেন্টের ব্যবসা। স্ত্রী মারা যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। চারতলায় একাই থাকতেন তিনি। এদিন পরিচারিকা এসে দেখেন জয়ন্ত নেই। শুরু হয় খোঁজাখুজি। পরে দেখা যায় বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। মাথা গুলিবিদ্ধ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান নিজের কাছে থাকা নাইন-এমএম পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন জয়ন্তবাবু। তাঁর মোবাইলে যে ভিডিও পাওয়া গিয়েছে তা থেকে ‘আত্মহত্যা’ নিয়ে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)