• সিপিএম থেকে বহিষ্কৃত বংশগোপাল
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল সিপিএম। চলতি বছর দলেরই এক নেত্রী রাজ্য সম্মেলন চলাকালীন প্রবীণ এই নেতার বিরুদ্ধে ‘কুরুচিকর বার্তা’ পাঠানোর অভিযোগ তোলেন সমাজমাধ্যমে। আর এনিয়ে অভিযোগ যায় আলিমুদ্দিনেও। বিষয়টি পার্টির আইসিসি (অভ্যন্তরীণ তদন্ত কমিটি) খতিয়ে দেখে। আলিমুদ্দিন সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে সতর্ক করার পরও তিনি অবশ্য শোধারননি। তাই, এবার পার্টি থেকে বহিষ্কার করা হল প্রবীণ নেতাকে।
  • Link to this news (বর্তমান)