নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশাল ও কলকাতা নগর দায়রা আদালতের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন দুই বিচারপতি। শুক্রবার বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও অপূর্ব সিনহা রায় বেশ কিছু সময় ধরে ওই দুই আদালতের নানা পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় সহ অন্য বিচারকরা। পরে এই দুই আদালতের নানা সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন দুই বিচারপতি। উপস্থিত ছিলেন দুই আদালতের আইনজীবী সংগঠনের কর্তাব্যক্তিরাও।
জানা গিয়েছে, পানীয় জল, এজলাস কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত করা, পার্কিং ব্যবস্থা, আদালত ভবন সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। উপস্থিত বিচারপতিরা সহানুভূতির সঙ্গে বিষয়গুলি দেখার আশ্বাস দেন।