নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার সকাল ১১টায় শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের রাজ্য জয়েন্ট প্রবেশিকা। সকাল ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, একটি ছবি এবং একটি আইডি কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। কলম দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রেই। দুপুর ১টা পর্যন্ত হবে গণিতের পরীক্ষা। একঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার পরীক্ষা। অভূতপূর্বভাবে এবার জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড কোনও পরীক্ষার্থীর সংখ্যা ঘোষণা করেনি। জানায়নি পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। শুধুমাত্র জানানো হয়েছে, লক্ষাধিক পরীক্ষার্থী রয়েছেন। অবজার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে।