নিহতদের পরিবারকে ১০ লক্ষ করে আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত রাজ্যের তিন নাগরিকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স্ক বাবা-মা থাকলে তাঁদের জন্য পাঁচ লক্ষ এবং স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিতান অধিকারী, সমীর গুহ এবং মনীশ রঞ্জনের প্রাণ গিয়েছে জঙ্গিদের হাতে। বিতানের বাবার নামে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া ছাড়াও তথ্যসংস্কৃতি দপ্তর ওষুধ সহ অন্যান্য প্রয়োজন মেটাতে তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
উধমপুরে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে শহিদ হয়েছেন নদীয়ার তেহট্টের যুবক ঝন্টু আলি শেখ। তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই পরিবারকেও রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন। নিহত জওয়ানের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে তাঁর সন্তানদের কলকাতার স্কুলে ভর্তি করানোর ব্যাবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তিতে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে তিনি নিজে গিয়ে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মে মাসের প্রথম সপ্তাহেই তাঁর মুর্শিদাবাদ যাওয়ার কথা।