• রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, পহেলগাঁও জঙ্গি হানার জের, বাড়তি নজর সীমান্ত সুরক্ষায়
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। আগামী ২ মে রাজ্য সরকারের শীর্ষকর্তাদের পাশাপাশি বিএসএফ, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, সিআরপিএফ, সিআইএসএফ, এনআইএ সহ একাধিক এজেন্সির কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের ‘বন্ধু’ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ভারতে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কলকাতার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাছাড়া, পশ্চিমবঙ্গের ‘চিকেন নেক’ দেশের প্রতিরক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অংশের সুরক্ষা সংক্রান্ত আলোচনা হতে পারে। মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তিতে বাংলাদেশের মৌলবাদীদের যোগসাজশ উঠে আসছে। তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। 

    সূত্রের খবর, ইতিমধ্যে বৈঠকের সময়সূচি জানিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছে নয়াদিল্লি। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে এই বৈঠক আয়োজনের ভাবনাচিন্তা করা হয়েছে। নবান্ন সভাঘরে বৈঠকটি করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে খবর। রাজ্যের তরফে এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সব শীর্ষ পুলিসকর্তাদের। বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সুরক্ষা। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানিদের নিজেদের দেশে ফেরাতে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে বৈঠক করেছেন গোবিন্দ মোহন। রাজ্যস্তরে এ সংক্রান্ত তথ্য ও কাজকর্মের দায়িত্ব থাকে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের উপর। জেলা বা কমিশনারেট স্তরে ফরেন রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্ব থাকে এসপি বা সিপি’র উপর। সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ আসার পরেই জোরকদমে সেই সংক্রান্ত কাজও শুরু হয়েছে। ফলে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনাকে সামনে রেখেই এই বৈঠক হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদেরও। সূত্রের খবর, প্রথমে ২৮ এপ্রিল এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২ মে করে কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক আর পিছবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল।
  • Link to this news (বর্তমান)