নিজস্ব প্রতিনিধি, বারাসত: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাইকচালক এক যুবক। তাহিদুল হক নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দত্তপুকুর থানার দিঘার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ বাইকে করে বারাসত থেকে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন তাহিদুল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যান তিনি। রাস্তার পাশে থাকা একটি বাঁশ তাঁর বাম পা এফোঁড়-ওফোঁড় করে দেয়। স্থানীয় লোকজন ও পুলিস তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় বাইকচালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। নয়ানজুলির বেড়ার বাঁশ তাঁর পায়ে ঢুকে গিয়েছে। স্থানীয়দের দাবি, এই রাস্তায় সন্ধ্যা নামলেই বেপরোয়া গতিতে বাইকের দাপাদাপি শুরু হয়। মূলত অল্পবয়সিরাই লাগামহীন গতির নেশায় মেতে থাকে। পুলিসের নজরদারি বাড়ানো দরকার। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে।