বিদেশে দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার নামে জালিয়াতি, গ্রেপ্তার
বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বিদেশে দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার নামে আর্থিক প্রতারণা। এই অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগদা থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রকাশ রায় (৩৫)। তিনি হাবড়ার বাসিন্দা। শনিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ধৃত নিজেকে দাবা খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলেন। শারজা বা লন্ডনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অর্থ সাহায্য চাইতেন। বাগদার বিডিও প্রসূন প্রামাণিকের কাছেও টাকা চান তিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধানদের কাছ থেকেও আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। বিডিও এবং পঞ্চায়েত সমিতি তাঁকে কুড়ি হাজার টাকা দেয়। এছাড়াও একাধিক পঞ্চায়েত আর্থিক সহায়তা করে। পরে বিডিও জানতে পারেন, প্রকাশ রায় মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন। তাঁদের প্রতারণা করেছেন। বাগদা থানায় অভিযোগ জানান বিডিও। তদন্ত শুরু করে পুলিস। অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিডিও বলেন, ‘দাবা খেলোয়াড় হিসেবে পরিচয় দেয়। বিদেশে খেলতে যাওয়ার নাম করে আর্থিক সহায়তা চায়। তা করার পর জানতে পারি সে প্রতারক। আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে।’
প্রকাশের বাড়ি হাবরা থানার আকরামপুর খড়ের মাঠ এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অতীতেও প্রশাসনের আধিকারিক সহ একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। মাদক পাচার, বধূ নির্যাতন ইত্যাদি অভিযোগও আছে। - নিজস্ব চিত্র