আজ পাঠানকোট যাচ্ছেন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৫
পহেলগামে সন্ত্রাসের আবহে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্নম সাউ। হুগলি জেলার বাসিন্দা ওই জওয়ানের পরিবার খুবই চিন্তিত। চারদিন ধরে তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না। এদিকে বাড়িতে অন্তঃস্বত্তা স্ত্রী। বাধ্য হয়ে তিনি পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রবিবার তিনি রওনা হবেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন আত্মীয় পরিজন যাচ্ছেন বলে জানা গিয়েছে।
পূর্ণমের স্ত্রীর দাবি, তিনি বারবার বিএসএফ দপ্তরে ফোন করেও কোনও সদর্থক বার্তা পাননি। এমনকি বাহিনীর তরফেও কোনও ফোন না পেয়ে চিন্তিত হয়ে পড়েছে পরিবার। পাক বাহিনীর তরফেও কোনও খবর দেওয়া হয়নি। যা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন পূর্ণমের স্ত্রী ও গোটা পরিবার। তাই আর বাড়ি বসে অপেক্ষা না করে পাঞ্জাবে যাচ্ছেন তাঁরা। রবিবার রিষড়ার বাড়ি থেকে স্ত্রী সহ ৬ জনের একটি দল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন পূর্ণমের স্ত্রী। তাঁর একটাই আর্জি, অবিলম্বে স্বামীকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার।
তিনি বলেন, কিছুই খবর পাওয়া যাচ্ছেন না । পাকিস্তানের তরফেও কোনও খবর আসছে না। কী হবে বোঝা যাচ্ছে না। অথচ চারদিন হয়ে গেল একটা মানুষ নিখোঁজ ৷ তিনি কী অবস্থায় আছেন? খাওয়া দাওয়া দিচ্ছে কি না? কিছুই খবর পাওয়া যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে, মিটিং চলছে। পাঠানকোটে গিয়ে সামনা-সামনি থেকে কিছু খবর পাওয়া যাবে বলে তিনি আশা করে আছেন।
পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রী আরও বলেন, শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানান, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কথাবার্তা চলছে। এরপর শনিবার আবারও কথা বলা হয়৷ বলা হয়েছে, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে চাইলে তিনি যেতে পারেন। আর সেজন্যই পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। বাহিনীর উপর ভরসা রয়েছে। কিন্তু, খবর না-পাওয়ার জন্য উৎকণ্ঠা কাটছে না।