• মহিলা নেত্রীর সঙ্গে অশ্লীলতা, বাম জমানার মন্ত্রী বংশগোপালকে বহিষ্কার আলিমুদ্দিনের
    প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের মহিলা নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হতেই সিপিএম নেতা বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ। প্রাক্তন সংসদ তথা বাম জমানার মন্ত্রী বংশগোপালকে বহিষ্কার করল সিপিএম। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনা হয়েছে আলিমুদ্দিনের তরফে।

    গত ফেব্রুয়ারিতে সিপিএমের রাজ‌্য সম্মেলনের সময়ই বংশগোপালের বিরুদ্ধে ওই সিপিএম নেত্রী ফেসবুক পোস্ট করেছিলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল। মেসেঞ্জার ও হোয়াটস্যাপে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন সিপিএমের প্রাক্তন সাংসদ! আর সেই অশ্লীল চ্যাট প্রকাশ্যে আনেন মুর্শিদাবাদের ওই সিপিএম নেত্রী। গত রবিবার ব্রিগেড সভার পরেই ওই চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বংশগোপালের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব দলের মহিলা কর্মীরাও। অভিযোগকারিণী ওই মহিলা নেত্রীর পোস্টটি রিপোস্ট করে সরব হন অপর্ণা কুমার নামে এক মহিলা। সরাসরি প্রাক্তন সাংসদকে চরিত্রহীন বলে তোপ দাগেন তাঁরা। দলের ওই প্রাজ্ঞ ও প্রভাবশালী নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সিপিএমের একাধিক মহিলা কর্মী।

    এই ঘটনার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে আলিমুদ্দিন। সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম এই বিষয়ে সংবাদ মাধ‌্যমে জানান, ‘‘বিষয়টি পার্টির অভ‌্যন্তরীণ তদন্ত কমিটি খতিয়ে দেখছে। তাদের রিপোর্টের ভিত্তিতে ব‌্যবস্থা নেওয়া হবে।’’ যদিও বংশগোপাল দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই চক্রান্তের পিছনে দল বা বাইরের কেউ থাকতে পারে। দলের মধ্যে একটা লবি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। গোটা ঘটনায় সিপিএমের অন্দরে প্রবল চাপানউতরের পর শনিবার রাতে আলিমুদ্দিন সূত্রে জানা গেল, বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত বংশগোপালকে।

    উল্লেখ্য, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর অভিযোগকারী মহিলা জানিয়েছিলেন, তিনি দলের হয়ে যে সমস্ত কাজ করে থাকেন, তা ফেসবুকে পোস্ট করেন। তিনি সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং তার সোশাল মিডিয়ার অ‌্যাকাউন্টটি মনিটাইজেশন ভেরিফায়েড। সেখানে এই বংশগোপাল চৌধুরি কমেন্ট করতেন, উৎসাহ দিতেন। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বদলে যায়। মহিলা নেত্রীর অভিযোগ, একদিন মধ্যরাতে বংশগোপাল নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অশ্লীল মেসেজ শুরু করেন। গত বছর নভেম্বর মাসে তিনি পার্টির জেলা সিপিএম সম্পাদককে অভিযোগ আকারে সমগ্র বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সম্মেলনের সময় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে বংশগোপাল চৌধুরির ছবি দেখা যায়। তারপরই ক্ষুব্ধ হয়ে সেই ছবি সমেত বংশগোপালের কীর্তি ফাঁস করে সোশ‌াল মিডিয়ায় পোস্ট করেন ওই মহিলা নেত্রী। তিনি লিখেছিলেন, “এই চরিত্রহীন, লোচ্চা, লম্পট কী করে সিপিএম পার্টির রাজ‌্য সম্মেলনের প্রতিনিধি হয়?’’ অভিযোগকারিণীর দাবি, ‘‘পোস্ট করার পর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে উনি জানান, বিষয়টি তদন্ত করা হবে।’’ এদিকে উল্কার গতিতে ভাইরাল হয় বংশগোপালের সেই ‘অশ্লীল’ মেসেজের স্ক্রিনশট। এরপরই পদক্ষেপ নেওয়া হল অভিযুক্ত সিপিএম নেতার বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)