• রাতে ঝড়বৃষ্টিতে স্বস্তি, আজ ও কাল সতর্কতা দক্ষিণবঙ্গে
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • এই সময়: পূর্বাভাসটা দিন কয়েক আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। তাতে যা বলা হয়েছিল, শনিবার রাতে ঠিক তেমনই ঘটল। কলকাতার বেশ কিছু অংশ এবং মহানগরের আশপাশের কয়েকটি জেলায় শুরু হলো বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঝড়। যার ফলে ইডেনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের খেলা বাতিল হয়ে যায়। কয়েক দিন টানা অস্বস্তিকর গরমের পর শনিবার রাতের ঝড়–বৃষ্টিতে স্বস্তি এসেছে।

    তবে ঝড়–বৃষ্টির সময়ে বিপরীতমুখী হাওয়ার দাপটে কলকাতায় নামতে না–পেরে মুখ ঘুরিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে নামে ইন্ডিগোর দু’টি উড়ান। বিমানবন্দর সূত্রের খবর, রাত ১০টা নাগাদ ঝড়ের প্রকোপ বাড়ে। তখন দিল্লি ও জয়পুর থেকে ওই দু’টি উড়ান কলকাতায় নামতে আসছিল। আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পরেও নামতে না–পেরে ভুবনেশ্বর উড়ে যায় তারা। তার পরে অবশ্য ল্যান্ডিংয়ে সমস্যা হয়নি বলে জানা গিয়েছে।

    আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে, ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৭০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে কয়েকটি জেলায়। জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।

    কলকাতায় ও আশপাশে শনিবারের সকালটা অবশ্য শুরু হয়েছিল শুক্রবারের মতোই। সেই অস্বস্তিকর, ভ্যাপসা গরম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে বিকেলের দিকে কিছুটা হলেও স্বস্তি মেলে বৃষ্টির নামার আগেই। তার কারণ, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ। যার ফলে বেশ হাওয়া ছিল।

    শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। ওই ৮টি জেলার একটি বা দু’টি অংশে শনিবার রাতের আগেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার কিছু এলাকায় ঝড়ও হয়। আজ, রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলার একটি বা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলোয় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার একটি বা দু’টি অংশে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

    আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলোয় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। আবার কাল, সোমবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

    ওই জেলাগুলোয় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের একটি বা দু’টি অংশে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর একটি বা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • Link to this news (এই সময়)