• পাক নাগরিকদের ফেরানো কী ভাবে, এখনও ধোঁয়াশাই
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • এই সময়, কৃষ্ণনগর: পহেলগামের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে, ২৭ এপ্রিলের মধ্যে তাঁদের রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠাতে হবে। মেডিক্যাল ভিসা নিয়ে যে পাক নাগরিকরা রয়েছেন ভারতে, তাঁদের ক্ষেত্রে দেশ ছাড়ার সময়সীমা দেওয়া হয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত।

    কিন্তু এই নির্দেশ কার্যকর করবে কে, কোন বিজ্ঞপ্তির ভিত্তিতেই বা তা কার্যকর করা হবে, তা নিয়ে জটিলতা এখনও কাটেনি। বিদেশ মন্ত্রকের একটি সূত্রের দাবি, পূর্ব ভারতে এখনও পর্যন্ত ৬৫ জন পাক নাগরিক রয়েছেন বলে প্রাথমিক ভাবে তথ্য মিলেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অন্তত ২৫ জন পাক নাগরিক রয়েছেন।

    তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি কী ভাবে তাঁদের খুঁজে বার করে দেশে ফেরাবে, কোন পথে ফেরাবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনও বিজ্ঞপ্তি এখনও আসেনি বলে খবর। যদিও বিভিন্ন জেলা প্রশাসন ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে নিজ নিজ এলাকায় পাক নাগরিকদের সম্পর্কে খোঁজ নিয়ে তালিকা তৈরি করছে।

    নদিয়ার রানাঘাটের আনুলিয়া পঞ্চায়েতের একটি গ্রামে বসবাসকারী এক পাকিস্তানি মহিলার ব্যাপারে তথ্য এসেছে ‘এই সময়’–এর কাছে। এ দিন তৃণমূল পরিচালিত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল বলেন, ‘গ্রামের এক যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রী আদতে পাক নাগরিক এই মহিলা। ওই যুবক কাজের সুত্রে সৌদি আরবে থাকেন। বছরে একবার বাড়িতে আসেন। একটা সময়ে সৌদিতে একই জায়গায় কাজের সূত্রে তাঁদের পরিচয় হয়েছিল। তারপরে তাঁরা বিয়ে করেন। অন্তত বছর দশ–বারো ধরে ওই মহিলাকে গ্রামে থাকতে দেখছি। তবে ভারত সরকারের আইনি মেনেই তিনি এখানে রয়েছেন বলে জানি।’

    তবে ওই মহিলার বাড়িতে গিয়ে কথা বলতে গেলে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা কেন এসেছেন? আমি যা বলার পুলিশকে বলেছি। অন্য কারও সঙ্গে কথা বলব না।’ তাঁর দাবি, ‘আমার কাছে সব বৈধ কাগজপত্র আছে।’

    পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য, ‘আমরা শুনেছি, ইতিমধ্যেই পুলিশ ওঁর সঙ্গে কথা বলেছে। শুক্রবার কথা বলে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর বেশি কিছু জানি না।’

    রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লাল্টু হালদার বলেন, ‘আমাদের জেলায় পাক নাগরিক কেউ আছেন কি না, খোঁজ নিচ্ছি আমরা। তবে এ নিয়ে সরকারি কোনও নির্দেশ অবশ্য এখনও হাতে পাইনি।’ তবে এই বিক্ষিপ্ত ঘটনা থেকেই প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ আজ, রবিবার রাত ১২টার মধ্যে কার্যকর করতে হলে তা কী ভাবে সম্ভব হবে।

    এক প্রশাসনিক আধিকারিকের বক্তব্য, ‘যদি বিবাহ সূত্রে ওই মহিলা দীর্ঘদিন এখানে থাকেন এবং তিনি পাকিস্তানে ফিরতে রাজি না–হন, তা হলে রাজ্য প্রশাসন মারফত কেন্দ্রের কাছে তাঁকে আবেদন করতে হবে।’

  • Link to this news (এই সময়)