• আজও কি শহরে বৃষ্টি হবে? পূর্বাভাসে যা জানাল হাওয়া অফিস
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৫
  • কলকাতা: দীর্ঘ অপেক্ষার পরে শনিবার রাতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তীব্র গরমের হাত থেকে মিলেছে রেহাই। যার জেরে এক ধাক্কায় কিছুটা নেমেছে তাপমাত্রা। স্বস্তিতে সাধারণ মানুষ। কলকাতা লাগোয়া এলাকাগুলিতেও ঝড়-বৃষ্টি হয়েছে। আজ, রবিবারও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর অথবা সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৬ এপ্রিল সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ২.৫ লিলিমিটার।
  • Link to this news (বর্তমান)